প্রথম মানব আদমপুত্র শীষের বংশে নবী ইদ্রিসের আগমন ঘটে। লোকেরা নানারকম উপঢৌকনসহ তার কাছে আসত তার মাধ্যমে খোদার করূণা লাভের আশায়। কিন্তু তিনি হঠাৎ অদৃশ্য হয়ে গেলে (ইদ্রিস জিব্রাইলের সাথে ৪ঠা আসমানে ভ্রমণে গিয়ে ফিরে আসতে অস্বীকার করেন) আগত লোকেরা মূল্যবাণ উপঢৌকনসহ ফিরে যেতে লাগল। ইবলিস ঐসময় ইদ্রিসের সন্তানদেরকে প্ররোচিত করে তার পিতার মূর্ত্তি তৈরী করতে এবং এই কাজে সে দু’টি উপকারের উপর গুরুত্ব আরোপ করেছিল। প্রথমত: ইদ্রিসের সন্তানেরা মূল্যবান উপঢৌকনগুলো পেয়ে আর্থিকভাবে লাভবান হবে অন্যদিকে আগত লোকেরাও ইদ্রিসের মূর্ত্তির মাধ্যমে খোদার দয়া ও করুণা লাভ করবে। আর এভাবেই শয়তান দুনিয়াতে সর্বপ্রথম মূর্ত্তিপূজার সূচনা ঘটায়।
আর দুনিয়াতে মূর্ত্তিপূজা শুরুর পর শয়তান জ্বিণেরা অতীন্দ্রিয়বাদ ও জাদুবিদ্যা মানুষের মাঝে প্রচার শুরু করে মূর্ত্তির সেবাদাসী তথা পিথিয়ার মাধ্যমে। লোকেরা পিথিয়ার কাছে এমনসব তথ্য জানতে আসত, যেগুলোর উত্তর কোন মানুষের পক্ষে দেয়া সম্ভব ছিল না। শয়তান জ্বিণেরা উর্দ্ধাকাশে ফেরেস্তাদের আলোচনা শুনে তা নিজেদের মত করে পিথিয়ার মাধ্যমে লোকদেরকে জানাত। নবী মুহম্মদের পিতামহ আব্দুল মুত্তালিবও পিথিয়ার স্মরণাপন্ন হন্ আর ঐ পিথিয়ার বানীর কল্যাণে নবীজীর পিতা আব্দুল্লাহ কোরবাণীর হাত থেকে রক্ষা পেয়েছিলেন।
যা হোক, হযরত মূসার সময়ে যাদুবিদ্যা মানুষের মধ্যে প্রভূত বিস্তার লাভ করে। কিন্তু তার কাছে যাদুকররা পরাজিত হবার পর এই বিদ্যার প্রচলন কিছুটা কমে। কিন্তু নবী শলোমনের সময় তা ভয়াবহ রূপ ধারণ করে।
যাদু ও যাদুকর। |
একটি সোজা লাঠি আংশিক পানিতে নিমজ্জিত করলে তা আমাদের চেখে বাঁকা ঠেকবে এবং সেটিকে পানির বাইরে নিয়ে এলে সোজা দেখা যাবে। আবার আবরণের ব্যতিক্রমে একই তল চোখে অবতল কিম্বা উত্তল বোধ হতে পারে। এগুলো সবই মানুষের দৃষ্টি বিভ্রান্তি। মানুষের এই স্বভাবিক দুর্বলতার উপরই দৃশ্য-শিল্পী, যাদুকর এবং তাদের অনুরূপ লোকেরা নির্ভর করে এবং নিজেদের কৌশল দ্বারা মানুষকে বিভ্রান্ত করে।
আর মু‘জেযা (Sign of God) আল্লাহর কাজ। এতে প্রাকৃতিক কারণের কোন হাত নেই। ‘কারণ’ না জানতে পেরে মূর্খ লোকেরা যাদুকে আলৌকিক বা মু‘জেযা মনে করে যাদুকরদেরকে সম্মানিত ও মাননীয় এবং অনুসরণযোগ্য মনে করতে থাকে। এমনকি অনেক বিশ্বাসীও পয়গম্বরদের মু‘জেযা ও যাদুর পার্থক্য বুঝতে না পেরে বিভ্রান্তিতে পতিত হয়।
যারা যাদু অবলম্বণ করে তাদের জন্যে পরকালে কোন অংশ নেই। তাই যাদুর স্বরূপ এবং যাদুকরদের মুখোস উন্মোচনের জন্যে আল্লাহ ফেরেস্তা হারুত ও মারুতকে কিছু যাদুবিদ্যার জ্ঞান দিয়েছিলেন। কেননা, এই হারুত-মারুত ফেরেস্তাদ্বয় শাস্তিস্বরূপ মানুষরূপে মানুষের মাঝে বসবাস করছিল। তাদের কোন নির্দিষ্ট কাজও ছিল না। আর হারুত-মারুত মানুষকে যাদুবিদ্যা শিক্ষা দিত শুধুমাত্র মানুষকে সতর্ক করতে যাতে তাদের বিভ্রান্তি দূর হয় এবং যাদুর প্রাকটিস ও যাদুকরদের অনুসরণ করা থেকে তারা বিরত থাকতে পারে।
ইচ্ছে করলে আল্লাহ এই কাজে পয়গম্বরদেরকে নিয়োজিত করতে পারতেন। কিন্তু তাতে শয়তানের প্ররোচনায় মানুষ আরও বিভ্রান্তিতে পড়ত। তাই আল্লাহ পয়গম্বরদের ও যাদুকরদের মধ্যে পার্থক্য ফুটিয়ে তুলতে তৃতীয় এবং নিরপেক্ষ পক্ষ ফেরেস্তাদেরকেই এই কাজে নিয়োগ করাকে সমীচীন মনে করেছেন যাতে মানুষের মাঝে তাদের গ্রহণযোগ্যতা বাড়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানুষ হারুত ও মারুতের কাছ থেকে শিখে নেয়া যাদু অকল্যাণের কাজে লাগাতে লাগল। অবশ্য হারুত মারুত -'আমরা তো তোমাদের উপর পরীক্ষা স্বরূপ। তোমরা আমাদেরকে অবিশ্বাস কোরও না’-এ কথা না বলে তারা কোন মানুষকে শিক্ষা দিত না।
এ দু’জনের কাছ থেকে লোকেরা এমন বিষয় শিক্ষা করত যা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত,তথাপি আল্লাহর নির্দেশ ছাড়া কারও কোন ক্ষতি করতে পারত না। তাই তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতিসাধনই করত, আর কোন উপকারে আসত না। হারুত-মারুতের কল্যাণে সাবাতে এই বিদ্যার ব্যবহার বহূলরূপে বৃদ্ধি পায়। এটা এমন এক পর্যায়ে চলে যায় যে, বাদশা শলোমনকে তা ভাবান্বিত করেছিল। তিনি ৪০দিন তার সিংহাসন হারিয়েছিলেন। কথিত ঐ কাহিনী এমন-
বাদশা শলোমন। |
এ সম্পর্কে কোরআনে রয়েছে-..সে ছিল উত্তম দাস ও সবসময় আমার উপর নির্ভর করত। বিকেলে যখন তার সামনে প্রশিক্ষিত দ্রুতগামী ঘোড়া গুলোকে উপস্থিত করা হল সে বলল, ‘আমি তো আমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়ে ঘোড়ার প্রেমে মগ্ন হয়ে আছি, এদিকে সূর্য্য ডুবে গেছে। ওগুলোকে আবার আমার সামনে আন।’ তারপর সে ঘোড়াগুলোর পা ও গলা কাটতে লাগল।-(৩৮:৩০-৩৩)
শলোমন তার নিজস্ব সকল আরোহণের পশু কোরবাণী করে দিয়েছিলেন। তাই এসময় আল্লাহ বায়ূকে তার অধীন করে দিলেন। অত:পর শলোমন তার নিজের জন্যে এক চতুর্দ্দোল নির্মাণ করেছিলেন। তিনি তাতে আসন গ্রহণ করলে বায়ূ যেখানে ইচ্ছে সেখানে তাকে বয়ে নিয়ে যেত। আর পক্ষীকুল এই ভ্রমনের সময় তার উপর ছায়া বিস্তার করত। এই চতুর্দ্দোল নির্মিত হয়েছিল লেবাননের এরস কাঠ দিয়ে। আর তার স্তম্ভগুলো রৌপ্য নির্মিত এবং তলদেশ স্বর্ণ নির্মিত ছিল এবং আসন ছিল বেগুণে রঙের। জেরুজালেমের কিছু দক্ষ নারী ঐ আসনের মধ্যভাগকে কারুকার্য্যময় করে তৈরী করেছিল।চতুর্দ্দোল সম্পর্কে শলোমনের পরমগীতে আছে-
শলোমন আপনার জন্যে এক চতুর্দ্দোল নির্মাণ করলেন,
লেবাননের কাঠ দিয়ে।
তিনি রৌপ্য দিয়ে তার স্তম্ভ,
সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙের আসন করলেন।
অার জেরুজালেমের কন্যাগণ প্রেম দিয়ে তার মধ্যভাগ খঁচিত করল।
-(পরমগীত ৩:৯-১০)
কোরআনে বলা হয়েছে- তখন আমি বায়ূকে তার অধীন করে দিলাম। সে (বায়ূ) যেখানে ইচ্ছে সেখানে তাকে বয়ে নিয়ে যেত।-(৩৮:৩৬) তার সকালের বেড়ান ছিল এক মাসের পথ, আর বিকালের বেড়ানও ছিল এক মাসের পথ।-(৩৪:১২) আরও অধীন করে দিলাম সকল জ্বীন, যারা ছিল স্থপতি ও ডুবুরী এবং আরও অনেককে, জোড়া শেকল পরিয়ে। এসব আমার অনুগ্রহ, আমি বললাম, ‘হে শলোমন, এ থেকে তুমি অন্যকে দিতে পার বা নিজে রাখতে পার। এরজন্যে তোমাকে হিসেব দিতে হবে না।’-(৩৮:৩৭-৩৯)
শলোমনের প্রাসাদ |
শলোমনের রাজত্ব হাতছাড়া হল, কিন্তু তিনি তা টের পেলেন না। তিনি বাথরুম থেকে ফিরে এসে স্ত্রীর কাছে আংটিটি ফেরৎ চাইলেন। শলোমনের আকৃতি এবং প্রকৃতিতে কোন পরিবর্তন না হলেও শয়তান জ্বীন চখর এমন যাদু করেছিল যে অন্যেরা দৃষ্টি বিভ্রান্তিতে পড়েছিল, তারা তাকে পরিবর্তিতরূপে দেখতে পাচ্ছিল। আর তাই তার স্ত্রীও তাকে চিনতে পারল না। স্ত্রী বলল, ‘আমি তো বাদশাকে আংটি দিয়ে দিয়েছি। তুমি আবার কে?’
বিষ্মিত শলোমন বললেন, ‘আমিই তো শলোমন।’
স্ত্রী বলল, ‘তুমি শলোমন নও বরং তুমি মিথ্যে বলছ।’
বিষ্মিত শলোমন বললেন, ‘আমিই তো শলোমন।’
স্ত্রী বলল, ‘তুমি শলোমন নও বরং তুমি মিথ্যে বলছ।’
এ পর্য়ায়ে জ্বিণ চখর কিভাবে একাজ করল তা বুঝতে আমরা জ্বিণের স্বরূপ সম্পর্কে সামান্য আলোচনা করে নেব।মহাবিশ্ব সৃষ্টির পর পৃথিবী ও তার আশেপাশের গ্রহ নক্ষত্রে আগুণের তৈরী জ্বিণ জাতিকে বসবাস করতে দেয়া হয়।ফলে জগতের যাবতীয় বস্তু ও প্রাণীর সাথে তাদের সম্যক পরিচয় গড়ে উঠেছিল ধরায় মানবের আগমনের বহু আগে থেকেই। আর জাগতিক সবকিছুর উপর শয়তানের এমন কর্তৃত্বভারের কথা আমরা নবী ইব্রাহিমের সহিফায়ও দেখতে পাই- God's heritage (the created world) is largely under the dominion of evil – i.e., it is "shared with Azazel"-(আব্রাহাম,২০:৫)
কোয়ান্টাম ফিজিক্স অনুসারে দৃশ্যমান জগতের সকল বস্তু একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কে গঠিত এবং সকল বস্তুর দৃশ্যমান উপস্থিতি একটি ফ্রিকোয়েন্সি সীমার (৩৯০-৭০০nm) মধ্যে অবস্থিত। অন্যদিকে জ্বিণ ও ফেরেস্তা এই ফ্রিকোয়েন্সি সীমার বাইরের কোন ফ্রিকোয়েন্সি দিয়ে সৃষ্ট। ফলে তারা দৃশ্যমান নয়, তবে তারা ইচ্ছেমত উভয় ফ্রিকোয়েন্সি সীমায় যাতায়াত করতে পারে এবং দৃশ্যমান জগতের যে কোন ফ্রিকোয়েন্সিতে নিজেদেরকে্ পরিবর্তিত করে কোন বস্তু, উদ্ভিদ বা প্রাণীর দৃশ্যমান রূপ নিয়ে হাজিরও হতে পারে। আর দৃশ্যমান প্রতিটি বস্তুর ফ্রিকোয়েন্সি তাদের জানা থাকায়, তারা ইচ্ছে করলে ম্যাটার ট্রান্সমিশনের মত করে আইফেল টাওয়ারটি মুহূর্তেই ঢাকার গাবতলীতে এনে বসিয়ে দিতে পারে। সেবার রানী বিলকিসের সেই বিশাল সিংহাসনটা নবী শলোমনের উপদেষ্টা জ্বিণ এভারেই এনে হাজির করেছিল তার সম্মুখে। যেমন-
শলোমন আরও বলল, ‘হে আমার পরিষদবর্গ! তারা আমার কাছে আত্মসমর্পন করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে?’
এক শক্তিশালী জ্বীন বলল, ‘আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। এ ব্যাপারে আমি এমনই শক্তি রাখি। আর আমাকে বিশ্বাস করতে পারেন।’
কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, ‘আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব।’ -(সূরা নমল, ২৭:৩৮-৪০)
তবে যেহেতু জ্বিণজাতি দৃশ্যমান জগতের সকল বস্তুর ফিকোয়েন্সি জানে, তাই তারা বস্তু বা প্রাণীর ফিকোয়েন্সিতে অতি নগণ্য পরিমাণে পরিবর্তণ এনে বা তাকে বেষ্টন করে এক ফিকোয়েন্সি জাল সৃষ্টির মাধ্যমে, তাকে সাময়িক পরিবর্তিত রূপদান, পরিবর্তিত আকারে উপস্থাপন বা তাকে সাময়িক অদৃশ্যমান করে দিতে পারে। জ্বিণ এভাবেই বিলকিসের সিংহাসনে সামান্য পরিবর্তণও এনেছিল। যেমন-
যখন তা সামনে রাখা দেখল, তখন (শলোমন) বলল, ........‘তার সিংহাসনের আকৃতিতে সামান্য পরিবর্তণ আনো; দেখি সে চিনতে পারে- নাকি ভুল করে।’ -(২৭:৩৮-৪১)
আর এ সামান্য পরিবর্তনের কারনে বুদ্ধিমতী বিলকিস দাবী করেননি ঐটি তার সিংহাসন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন সেটি তারই। আর তাই শলোমনের প্রশ্নের প্রদত্ত উত্তরে তার ঐ মনোভাবের প্রতিফলন ঘটেছিল-তার উত্তর হ্যাঁ- না দু’টোই মিন করেছিল। যেমন- (বিলকিস) যখন পৌঁছিল তখন তাকে জিজ্ঞেস করা হল, ‘তোমার সিংহাসন কি এ রকম?’
সে বলল, ‘এ তো এ রকমই। ...।’-(২৭: ৪২)
যাহোক, নবী শলোমন সিংহাসন চ্যূত হন কারণ জ্বিণ চখর শলোমনের রূপ ধারণ করেছিল এবং শলোমনের শরীরকে বেষ্টন করে এক মায়াজাল (ফিকোয়েন্সি জাল) সৃষ্টি করেছিল, ফলে এমনকি তার স্ত্রী আমিনাও তাকে চিনতে না পেরে অস্খীকার করে বসে।
তো আর কি, অত:পর শলোমন বিষ্ময়ের সাথে আবিস্কার করেন যে প্রাসাদের কেউই তাকে চিনতে পারছে না। তিনি সবই বুঝতে পারলেন। তার মনে পড়ল পিঁপড়ার রানীর কথা। সে বলেছিল- "beware also of ever giving away thy ring without first saying, 'In the name of Allah the All-merciful."
নবী শলোমন বড়ই দুঃখিত ও ব্যথিত হলেন। তিনি রাজপ্রসাদ থেকে বের হয়ে পড়লেন এবং সমুদ্রের কূলে গিয়ে বসবাস করতে শুরু করলেন। সেখানে তিনি সারারাত আল্লাহর এবাদত ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনায় নিমগ্ন থাকতেন এবং দিনে মুজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এভাবে দিন অতিবাহিত হচ্ছিল।
শলোমনের রিং। |
একদিন এক ব্যক্তি সমুদ্রকূল থেকে মাছ ক্রয় করল এবং মজুর হিসেবে শলোমনকে নিল। শলোমন মাথায় করে মাছ মালিকের বাড়ী দিয়ে এলেন। মালিক খুশী হয়ে তাকে একটি মাছ দিল।
শলোমন রান্না করার উদ্দেশ্যে যখন মাছটি কাটলেন তখন তার পেট থেকে তার সেই আংটিটি বের হয়ে এল। আংটি ফিরে পাবার সাথে সাথে সমস্ত জ্বীন এবং ইনসান তার অনুগত হয়ে গেল। তিনি পুনঃরায় তার রাজত্ব ফিরে পেলেন। শলোমন সর্বমোট চল্লিশদিন সমুদ্র উপকূলে ছিলেন।
অবশ্য শলোমনের এই রাজত্ব হাতছাড়া হবার কারণ হিসেবে অনেকে বলেন- "His forty days' exile had been sent in punishment for the idolatry practiced in his house for forty days, although unknown to him, by one of his wives." -(Ṭabri, "Annales," ed. De Goeje, i. 592 et seq.) কথিত আছে- "it was the daughter of the conquered King of Sidon who introduced idolatry into his house."
যাহোক, শলোমনের রাজ্য হারান সংক্রান্ত কোরআনের আয়াতসমূহ- "And indeed We try Solomon and We placed on his throne Jasadan (a devil, so he lost his kingdom for a while) but he did return (to his throne and kingdom by the Grace of Allah and he did return) to obedience and in repentance. He said: "my Lord! Forgive me, and bestow upon me a kingdom such as shall not belong to any other after me. Verily, You are the Bestower."-(38: 34-35)
সিংহাসনে শলোমন। |
যাহোক, কাহিনীতে ফিরি- যাদুকর ও তাদের সহযোগী জ্বিনদের উপর শলোমন ক্ষেপে গেলেন। এসময় তিনি অনুগত জ্বীনের মাধ্যমে হারুত-মারুতের সংবাদ পান। তখন তিনি হারুত-মারুতকে বাবিল শহরের একটা কূপে বন্দী করে ফেলেন যেন তাদের দ্বারা যাদুর বংশ বিস্তার আর না হতে পারে। কথিত আছে তারা সেখানেই বন্দী অবস্থায় কেয়ামত পর্যন্ত থাকবে।
এরপর শলোমন সকল যাদুর বই সংগ্রহ করে তার সিংহাসনের নীচে মাটিতে প্রোথিত করে রাখেন। অবশ্য তার মৃত্যুর পর প্রোথিত ঐ গ্রন্ধসমূহ ভিন্ন এক কাহিনীর জন্ম দিয়েছিল। শয়তান জ্বীনেরা তার মৃত্যুর পর সিংহাসনের নীচ থেকে যাদুর ঐ সমস্ত বই উত্তোলন করে সেগুলি দেখিয়ে লোকদেরকে বলেছিল- 'এগুলিই তার উপর অবতীর্ণ কিতাব, যা তিনি আমাদের নিকট থেকে লুকিয়ে রেখেছিলেন।'
হারুত-মারুত বাবিল শহরের একটা কূপে বন্দী |
Shortly after, Solomon died. In no time, the men and the Jinn uncovered the buried scriptures and said: This was a book revealed by Allah to Solomon who hid it from us. -ibn Kathir.
যাদু করা কূফর। আর তাই কোরআন শলোমনের যাদু দ্বারা রাজ্য শাসনের কথা অস্বীকার করে এবং হারুত-মারুত ও যাদুর স্বরূপ সম্পর্কে সঠিক তথ্য আমাদের সামনে তুলে ধরে- ‘আর শলোমনের রাজত্বে শয়তানেরা যা আওড়াত তারা (সাবাবাসীরা) তা মেনে চলত। শলোমন কূফর করেনি, বরং শয়তানই কূফর করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত (সেই) যাদু যা বাবিল শহরের দুই ফেরেস্তা হারুত ও মারুতের উপর অবতীর্ণ হয়েছিল। তাই ‘আমরা তো তোমাদের উপর পরীক্ষা স্বরূপ। তোমরা অবিশ্বাস কোরও না’-এ না বলে তারা কোন মানুষকে শিক্ষা দিত না।
এ দু’জনের কাছ থেকে তারা এমন বিষয় শিক্ষা করত যা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত শুধু, আল্লাহর নির্দেশ ছাড়া কারও কোন ক্ষতি করতে পারত না। তাই তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতিসাধনই করত, আর কোন উপকারে আসত না। আর তারা ভাল করেই জানত যে, যে-কেউ তা কিনবে পরকালে তার কোন অংশ নেই। আর যদি তারা জানত তারা যার বিনিময়ে নিজেদের বিক্রি করছিল তা কত নিকৃষ্ট! -(২:১০১-১০২)
সমাপ্ত।
ছবি: ibelieveinadv, phoenixmasonry, godsgeography,gosai.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন