২৭ ফেব্রুয়ারী, ২০১২

Bismillah: সকল প্রসংশা একমাত্র আল্লাহর।


মুহম্মদ: দুপুরবেলা। প্রখর রোদ্রতাপের মধ্যে আবু বকর ঘর থেকে বের হয়ে মসজিদে এলেন। ওমর তাকে দেখে বললেন, ‘হে আবু বকর, এই অসময়ে ঘর থেকে বের হলেন যে?’
আবু বকর সামান্য ইতস্ততঃ করে বললেন, ‘সত্যি বলতে কি, ভীষণ ক্ষুধার্ত বোধ করার কারণে ঘর থেকে বের হয়েছি।’
ওমর স্বতঃস্ফূর্তভাবে বললেন, ‘আমিও বের হয়েছি ঐ একই কারণে।’
এসময় মুহম্মদ মসজিদে এসে তাদেরকে দেখে বললেন, ‘এই অসময়ে তোমরা বের হয়েছ কেন?’

অতঃপর তারা যখন ঘর থেকে বের হবার কারণ বললেন তখন হযরত হেসে বললেন, ‘আসলে, শুধু ক্ষুধার কারণে আমিও ঘর থেকে বের হয়েছি। কিন্তু আমার সঙ্গে এস।’
অতঃপর তিনি মসজিদ থেকে বেরিয়ে চিৎকার করে ডাকলেন, ‘আবু আইয়ূব তুমি কোথায়?’

আবু আইয়ূব ঐসময় কাছেই তার খেজুর বাগানে কাজ করছিলেন। হযরতের ডাক শুনে তাড়া তাড়ি ছুটে এলেন, বললেন, ‘হযরতকে খোশ আমদেদ এবং খোশ আমদেদ তাদের জন্যেও যারা তার সঙ্গে এসেছেন।’
অতঃপর বললেন, 'হে আল্লাহর রসূল! এটা তো সেইসময় নয় যখন আপনি সাধারণতঃ ঘর থেকে বাইরে আসেন।’ আবু আইয়ূব প্রতিদিনই হযরতের জন্যে খাবার রাখতেন। নির্ধারিত সময়ে তিনি না এলে আইয়ূবের পরিবারের সদস্যরা তা থেকে আহার করতেন।
‘তুমি ঠিকই বলেছ।’- মুহম্মদ বললেন।

আবু আইয়ূব আল আনসারীর সমাধি, ইস্তাম্বুল।
আইয়ূব এগিয়ে গিয়ে একটা খেজুরের কাঁদি কাটলেন যাতে পাকা ও আধা পাকা খেজুর ছিল। অতঃপর যখন তা মুহম্মদের সম্মুখে আনয়ন করলেন তখন তিনি বললেন, ‘তুমি এটা কাটবে এ অভিপ্রায় আমার ছিল না। তুমি কি শুধু কিছু পাকা খেজুর আনতে পারতে না?’

আইয়ূব বললেন, ‘হে রসূলুল্লাহ! অনুগ্রহ করে এ কাঁদি থেকে খেজুর খান। আমি আপনাদের জন্যে একটা ছাগল জবাই করারও ইচ্ছে পোষণ করছি।’
হযরত বললেন, ‘তুমি যদি তাই করতে চাও, তাহলে এমন একট জবাই কর যা দুধ দেয় না।’
আইয়ূব একটা খাসি জবাই করলেন। অর্ধেকটা পাক করলেন আর বাকীটা করলেন কাবাব। আর তার স্ত্রী রুটি ছাঁকলেন। 

খাবার তৈরী শেষে আইয়ূব যখন তা সকলের সামনে পেশ করলেন, তখন হযরত এক টুকরো মাংস একটা রুটির উপর রাখলেন ও বললেন, ‘এটা ফাতিমার জন্যে। সে এ ধরণের খাবার অনেক দিন যাবৎ খায়নি।’

‘রুটি আর মাংস, পাকা খেজুর ও আধপাকা খেজুর’-হযরতের চোখ দিয়ে পানি গড়িয়ে নামল এবং তিনি বলতে লাগলেন-‘এত সুন্দর নেয়ামতের জন্যে রোজ হাশরে তোমরা জিজ্ঞাসিত হবে। সুতরাং খাবার এলে খাবারে হাত দিয়ে বলবে, ‘সকল প্রশংসা একমাত্র আল্লাহর।’ এবং খাওয়া শেষে বলবে-‘সকল প্রশংসা একমাত্র আল্লাহর, তিনি আমাদের যথেষ্ট দিয়েছেন এবং যিনি তাঁর রহমত আমাদের উপর বর্ষণ করেছেন।’


ইব্রাহিম: স্ত্রী ও সন্তানদের মরুভূমিতে নির্বাসনের পর ইব্রাহিম যখন তার পরিবারের খোঁজে পুনঃরায় সেখানে গেলেন, তখন তাদের বেঁচে থাকা দেখে আনন্দে আপ্লুত হলেন। সেখানে তাদের থাকার সু-ব্যবস্থা এবং জীবিকা অর্জণের সু-বন্দোবস্ত দেখে আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। অতঃপর তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন- যে সর্বশক্তিমান, দয়ালু আল্লাহ তার সন্তান, পরিবারকে নির্জন মরুভূমিতে আহার্য জুটিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন, তাঁর কোন অনাহারী বান্দাকে আহার না করিয়ে তিনি কখনও আহার গ্রহণ করবেন না।

থাকার সু-ব্যবস্থা এবং জীবিকা অর্জণের সু-বন্দোবস্ত দেখে
হিব্রোণে ফিরে এসে ইব্রাহিম তার গৃহ সংলগ্নকরে একটি মেহমানখানা নির্মাণ করলেন। তিনি সারা বৎসরই প্রায় রোজা রাখতেন। এ কারনে প্রতিদিন সন্ধ্যায় একজন অতিথি ডেকে এনে ঐ মেহমান খানায় তার সঙ্গে আপ্যায়ণ করতেন।

প্রতিদিনের মত একজন অতিথির খোঁজে ইব্রাহিম পথের ধারে বসে আছেন। সন্ধ্যা প্রায় সমাগত কিন্তু এখন পর্যন্ত কোন অতিথির দেখা নেই। অতঃপর জনৈক অচেনা লোকের সাথে তার সাক্ষাৎ হল। তিনি তাকে সমাদর করে নিজ গৃহে নিয়ে এলেন।

খাবার পরিবেশন করা হয়েছে। যখন উভয়ে খাবার খেতে শুরু করবেন তখন ইব্রাহিম আগন্তুক মুসাফিরকে বললেন, ‘বলুন, আল্লাহর নামে শুরু করছি।’
অতিথি লোকটি ছিল পৌত্তলিক। সুতরাং সে বলল, ‘আল্লাহ কাকে বলে আমি জানি না।’

তার এ কথায় ইব্রাহিম রাগান্বিত হয়ে তাকে তাড়িয়ে দিলেন। যখন সে বের হয়ে গেল তখুনি জিব্রাইল উপস্থিত হল এবং তাকে বলল, ‘আল্লাহ বলেছেন-আমি ঐ ব্যক্তির কুফরী জানা সত্ত্বেও তাকে সারা জীবন আহার্য ও পানীয় দিয়ে আসছি। আর তুমি তাকে একবেলা খাবার দিতে পারলে না?’

একথা শুনে ইব্রাহিম তৎক্ষণাৎ ঐ ব্যক্তিকে খুঁজতে বের হয়ে পড়লেন। অবশেষে তাকে খুঁজে পেয়ে গৃহে ফিরিয়ে আনলেন। কিন্তু খাবার সময় ঐ ব্যক্তি বেঁকে বসল। বলল, ‘আপনি প্রথমে আমাকে তাড়িয়ে দিলেন-পরে আবার সাধাসাধী করে কেন নিয়ে এলেন তা না জানা পর্যন্ত আমি খাবার স্পর্শ করব না।’

ইব্রাহিম ঘটনা বর্ণনা করলেন। এতে পৌত্তলিক লোকটির মধ্যে ভাবান্তর হল-তার চক্ষু অশ্রুসিক্ত হয়ে উঠল। ক্ষণকাল মৌণতা অবলম্বনের পর সে বলল, ‘তিনি সত্যিই পরম দয়ালু। Bismillahআল্লাহর নামে শুরু করছি।’
সে খাবার খেতে শুরু করল।

সমাপ্ত।
ছবি: Wikipedia, lds.org.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Moses: কোরাণিক ক্যানভাসে নবী মূসা।

Abu Hena Mostafa Kamal  01 May, 2017 মি সরের সিংহাসনে অধিষ্ঠিত ফেরাউন। হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু তিনি কোন উত্তরাধিকারী ন...