pytheya.blogspot.com Webutation

১১ মার্চ, ২০১২

Daniel: গণিত, গণিত, তুলাতে পরিমিত ও খন্ডিত।


সম্রাট নবনিদিউস (Nabonidus) চন্দ্র দেবতা সীনের উদ্দেশ্যে নৈবদ্য দানের জন্যে তায়মা (Tayma)য় গমন কালে পুত্র বেল্টশৎসরের হাতে সিংহাসনের ভার অর্পণ করলেন।এই কলদীয় সম্রাট তার প্রধানদের উদ্দেশ্যে একটা বড় ভোজ উৎসবের আয়োজন করলেন। ঐ ভোজ শেষে আঙ্গুররস পানের পর্ব এল। এসময় সম্রাট তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন যেন তার নানা নেবু চাঁদ নেজ্জার জেরুজালেমের উপাসনাগৃহ থেকে যে সব স্বর্ণ ও রৌপ্যের পাত্র এনেছিলেন সেগুলো বের করে আনা হয় যাতে সম্রাট, তার প্রধানেরা, তার স্ত্রী ও উপস্ত্রীরা সেইসব পাত্রে আঙ্গুররস পান করতে পারেন। 

Nabonidus.
পাত্রগুলো আনা হল। অতঃপর মহা উল্লাসে সকলে তাতে করে আঙ্গুররস পান করতে লাগলেন। পান করতে করতে এক পর্যায়ে তারা তাদের দেবতাদের প্রশংসা করতে শুরু করলেন। এসময় হঠাৎ মানুষের একটা হাত এসে ঐ কক্ষের মধ্যে বাতিদানের কাছে দেয়ালের উপর লিখতে লাগল। হঠাৎ সম্রাটের দৃষ্টি সেই হাতখানার উপর পড়ল। এতে তার মুখ ফ্যাকাশে হল এবং তিনি আতঙ্কিত হয়ে কাঁপতে লাগলেন। 

তৎক্ষণাৎ সম্রাটের সমস্ত পরামর্শদাতা-যাদুকর, গণক ও জ্যোতিষীদের ডেকে পাঠান হল। জরুরী তলবে তারা তৎক্ষণাৎ উপস্থিত হল। সম্রাট তাদেরকে বললেন, ‘তোমাদের মধ্যে যে কেউ এই লেখা পড়ে তার অর্থ আমাকে বলে দিতে পারবে, তাকে বেগুনি কাপড় ও স্বর্ণহার পরান হবে, আর তাকে রাজ্যের তিন রাজ্য প্রধানের একজন করা হবে।’

 ভোজ উৎসবের আয়োজন।
কিন্তু ঐ পরামর্শ দাতারা সেই লেখা পড়তে কিংবা তার অর্থ করতে ব্যর্থ হল। এতে সম্রাট বেল্টশৎসরের মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। তার প্রধান লোকেরাও এ ঘটনায় হতভম্ব হল। 

এসময় রাজমাতা এই ঘটনা জানতে পেরে সেই ভোজ কক্ষে এল। সে সম্রাটকে বলল, ‘হে মহামান্য সম্রাট! চিন্তিত হবেন না। আমি এমন একজনকে জানি যিনি এ লেখার অর্থ আপনাকে বলতে পারবেন।’
সম্রাট- ‘তিনি কে?’
রাজমাতা- ‘তিনি হলেন দানিউব (Daniel), যাকে বেল্টশৎসর বলে ডাকা হয়।’

একটা হাত দেয়ালে লিখছে।
দানিউবকে ঐ রাতেই ঐ ভোজ কক্ষে হাযির করা হল। সম্রাট তাকে বললেন, ‘তুমি কি সেই দানিউব যাকে আমার পিতা ইহুদা থেকে বন্দী করে এনেছিলেন? আমি শুনেছি তুমি গুপ্ত বিষয়ের অর্থ বলতে ও কঠিন সমস্যার সমাধান দিতে পার। দেয়ালের এই লেখা পড়ে আমাকে অর্থ বলে দেবার জন্যে গণক, জ্যোতিষ ও অন্যান্য পরামর্শদাতাদের আমার কাছে আনা হয়েছিল, কিন্তু তারা এটা পড়তে বা অর্থ করতে পারেনি। এখন তুমি যদি এটা পড়তে ও অর্থ করতে পার তবে তা আমাদেরকে জানাও। আর তাতে আমার ঘোষিত দূর্লভ সম্মান ও পুরস্কারও তুমি পাবে।’
দানিউব দেয়ালের লেখাটা মনোযোগ দিয়ে দেখলেন। অতঃপর বললেন, ‘প্রশংসা আমার প্রতিপালকের যিনি আমাকে এই লেখা পড়ার ও অর্থ করার ক্ষমতা দান করেছেন।

দানিউব দেয়ালে লেখা অর্থ করছেন।
--হে মহামান্য সম্রাট! আপনি নিজেকে স্বর্গের প্রভুর বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। তাঁর গৃহ থেকে নিয়ে আসা পাত্রগুলোতে আপনি, আপনার প্রধান লোকেরা, আপনার স্ত্রী ও উপস্ত্রীরা আঙ্গুররস পান করেছেন। আর পান করতে করতে আপনি স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, লৌহ, কাষ্ঠ ও প্রস্তর নির্মিত যে দেবতারা দেখতে, শুনতে ও বুঝতে অক্ষম তাদের প্রশংসা করেছেন। কিন্তু সেই খোদার গৌরব করেননি, যার হাতে রয়েছে আমার ও আপনার জীবন। সেজন্যে তিনি হাত পাঠিয়ে দেয়ালে এ কথা লিখিয়েছেন- ‘মিনে, মিনে, তকেল উপারসীন।’

Daniel.
--‘গণিত, গণিত, তুলাতে পরিমিত ও খন্ডিত। এই কথার অর্থ- আপনার রাজত্বের দিনগুলো গণনা করা হয়েছে এবং তা শেষ হয়েছে। দাঁড়িপাল্লায় আপনাকে ওজন করা হয়েছে এবং আপনি কম পড়েছেন। আপনার রাজ্যটা ভাগকরে মাদীয় ও পারস্যিকদের দিয়ে দেয়া হয়েছে।’

অর্থ শুনে সম্রাট বিচলিত ও বিষন্ন হলেও তার আদেশে তখনি দানিউবকে বেগুনি রঙের কাপড় পরান হল এবং তাকে তিনজন রাজ্য প্রধানের একজনের পদ দেবার ঘোষণাও দেয়া হল। 

ঐ রাতেই কলদীয় বা বাবিল সম্রাট বেল্টশৎসর (Belshazzar) নিহত হলেন। মাদীয় দরিয়াবস (Darius) বাষট্টি বৎসর বয়সে রাজ্যের ভার গ্রহণ করলেন। নবী ই‘শাইয়ার কিতাব এসম্পর্কে জানায়-

Darius.
‘আমার হৃদয় দুপ দুপ করছে, 
মহাত্রাস আমাকে ভয়গ্রস্থ করছে;
আমি যে সন্ধ্যাকাল ভালবেসেছিলাম, 
তা তিনি আমার পক্ষে ভয়ানক করলেন। 
খাবারের টেবিল প্রস্তুত, প্রহরিগণ নিযুক্ত, 
ভোজনপান চলছে; 
হে সেনাপতিগণ, ওঠো, নিজ নিজ ঢাল তৈলাক্ত কর। 
বস্তুত: প্রভু আমাকে একথা বললেন, ‘যাও, একজন প্রহরী নিযুক্ত কর; 
সে যা যা দেখবে, তার সংবাদ দিক। 

যখন সে দল দেখে, দু‘জন দু‘জন করে অশ্বারোহীদেরকে, 
গর্দ্দভের দল, উষ্ট্রের দল দেখে, 
তখন সে যথাসাধ্য সাবধানে কর্ণপাত করবে।’
আর সে সিংহবৎ উচ্চ শব্দ করে বলল, 
‘হে প্রভু, আমি দিনমান নিরন্তর প্রহরি দূর্গে দাঁড়িয়ে থাকি এবং 
প্রতি রাত্রিতে নিজ পাহারা স্থানে দন্ডায়মান রয়েছি। 
আর দেখ, একদল লোক এল; 
অশ্বারোহীরা দু‘জন দু‘জন করে এল। 
আর সে প্রত্যুত্তর করে বলল, 
‘পড়ল, পড়ল, বাবিল পড়ল এবং 
তার দেবগণের সমস্ত খোঁদিত প্রতিমা ভেঙ্গে ভূমিসাৎ হল।’-(ই‘শাইয়া ২১:৪-৯)

সমাপ্ত।
ছবি: princeton.edu, commons.wikimedia, bibleencyclopedia, awesomestories, myartprints.co.uk, conormchale.blogspot.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন