pytheya.blogspot.com Webutation

৭ মার্চ, ২০১২

Muhammad: শিষ্যদেরকে কোন পার্থিব পুরস্কার দেননি।


হাওয়াজিনদের বাজেয়াপ্ত গবাদীপশু বন্টনের পরে যে ঘটনা ঘটল তা মদিনাবাসীদের হৃদয়ের উপর মুহম্মদের কতটুকু অধিকার ছিল সেটাই শুধু নির্দেশ করে না, বরং এ কথাও প্রমাণ করে যে তার জীবনের কোন পর্যায়েই তিনি তার শিষ্যদের জন্যে কোন পার্থিব পুরস্কার প্রদান করেননি। 

গনিমতের বন্টনে বৃহদাংশ, মদিনাবাসীদের চেয়ে মক্কার নব্য মুসলমানদের ভাগে পড়েছিল। এতে কতিপয় আনসার এই বন্টনকে পক্ষপাতিত্বমূলক বলে বিবেচনা করল। তাদের অসন্তোষের কথা মুহম্মদ (Muhammad) জানতে পেরে তিনি সকলকে সমবেত হতে নির্দেশ দিলেন। অতঃপর তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, ‘হে আনসারবৃন্দ, তোমরা তোমাদের মধ্যে যে আলোচনা করেছ তা আমি শুনেছি। আমি যখন তোমাদের মধ্যে এসেছিলাম তোমরা তখন অন্ধকারে পথ হাতড়াচ্ছিলে এবং আল্লাহ তোমাদের সঠিক পথ দেখিয়েছিলেন। তোমরা দুর্দশা ভোগ করছিলে এবং তিনি তোমাদেরকে সুখী করেছিলেন। তোমরা যখন পরস্পরের শত্রু ছিলে তিনি তখন তোমাদের হৃদয় ভ্রাতৃসুলভ ভালবাসা ও ঐক্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন। আমাকে বল, এ কথা কি ঠিক নয়?’ 
তারা উত্তর করল, ‘হ্যাঁ, আপনি যা বলেছেন তা সত্য। আল্লাহ ও তাঁর রসূল উদারতা ও করুণার আধার।’ 
তিনি বললেন, ‘না, আল্লাহর শপথ তোমরা হয়তঃ সত্যিই বলেছ, কেননা আমি এর সত্যতা নিজেই পরখ করেছি। 

মুহম্মদ কোরআনের এই আয়াতটি পাঠ করলেন- ‘আপনি আমাদের কাছে এসেছিলেন যখন আপনি প্রতারক বলে পরিত্যক্ত হয়েছিলেন এবং আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম; আপনি অসহায় দেশত্যাগী হিসেবে এসেছিলেন, আমরা আপনাকে সাহায্য করেছিলাম; আপনি দীন ও গৃহহীন অবস্থায় এসেছিলেন এবং আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম; আপনি সান্তনাহীন অবস্থায় ছিলেন, আমরা আপনাকে সান্তনা দিয়েছিলাম।’

-হে আনসারগণ, তোমরা কেন ইহজগতের বস্তু নিয়ে তোমাদের হৃদয় পীড়িত করবে? তোমরা কি পরিতৃপ্ত নও যে, অন্যান্যরা গবাদি ও উট নিয়ে যাবে এবং তোমরা আমাকে নিয়ে ঘরে ফিরে যাবে? যাঁর হাতে আমার জীবন তাঁর শপথ করে বলছি, আমি তোমাদেরকে কখনও পরিত্যাগ করব না। যদি জগতের সবলোক একপথে যায় এবং আনসাররা অন্যপথে যায়, আমি নিশ্চয়ই আনসারদের সঙ্গে থাকব।--আল্লাহ তাদের প্রতি প্রসন্ন থাকুন, তাদের সন্তান ও তাদের সন্তানের সন্তানদের প্রতি অনুগ্রহ করুন।’

এ কথা শ্রবণ করে আনসাররা কান্নায় ভেঙ্গে পড়ল ও তাদের শ্মশ্রু বেয়ে অশ্রুর ঢল নামল। আর তারা সম্মিলিত কন্ঠে ধ্বনি তুলল, ‘হে আল্লাহর রসূল, আমরা আমাদের প্রাপ্যাংশে পরিতৃপ্ত।’

আনসারদেরকে সঙ্গে নিয়ে মুহম্মদ মদিনায় ফিরে এলেন।

সমাপ্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন